উইকেট নয়, খেলায় মনোযোগী টাইগাররা
টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই স্লো স্পিনিং উইকেটে খেলে আসছে বাংলাদেশ। তবে গত বছর থেকেই মোস্তাফিজ-তাসকিনদের উত্থানে বদলে যায় উইকেটের চেহারা। স্পোর্টিং উইকেটে খেলেই দারুণ সাফল্য পায় বাংলাদেশ। তবে ইংলিশরা স্লো উইকেটে সংগ্রাম করায় ফিরে আসতে পারে আবার সেই উইকেট। কিন্তু উইকেট নিয়ে ভাবনাই নেই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তার মতে স্লো উইকেটে নিজেরাও সমস্যায় পড়তে পারেন। তাই উইকেট যেমনই হোক নিজেদের খেলায় মনোযোগ দিতে চান এ দেশসেরা পেসার।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিছুটা স্লো উইকেট ছিল, তখন আমরা সংগ্রাম করেছি। এখন যে আবহাওয়া তাতে বৃষ্টির ওপর অনেক কিছু নির্ভর করে। তাই বলতে পারছি না। স্পোর্টিং উইকেট হলে আমি বিশ্বাস করি, আমাদের জন্য কঠিন হলে তাদের জন্যও কঠিন হবে। এটা ভেবেই আমরা নামবো। যেরকমই হোক আমরা সংগ্রাম করলে ওরাও করবে।’
তবে শেষ পর্যন্ত স্লো টার্নিং উইকেটই হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ নিয়ে মোটেও ভাবছেন না মাশরাফি। নিজেদের খেলা নিয়েই ভাবছেন তিনি। জিতলে র্যাংকিংয়ে উন্নতি হবে জানেন তিনি, তাও ভাবনায় আনতে চান না দলপতি। সেরাটা খেলতে পারলে সাফল্য আসবে বলে তার বিশ্বাস, ‘আমি এসব চিন্তিত নই। আমি ভাবছি আমাদের খেলা কতটা উন্নতি করা যায়। চিন্তা করলেই চাপ বাড়বে। আমাদের কাজটা ঠিকঠাক করতে পারলেই সব ঠিক হবে।’
স্লো উইকেটে শুধু স্পিনারদের উপর ভরসা করছেন না মাশরাফি। নিজেদের পেস বোলিংও যথেষ্ট শক্তিশালী বলে জানান তিনি। এছাড়া ব্যাটসম্যানরাও ভালো করছেন বলে তাদের ওপর আস্থা রয়েছে এ পেসারের, ‘গত দু’বছর বাংলাদেশের উইকেট খুব বেশি টার্নিং উইকেট ছিল না। আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। আমি তাই মনে করি না আমরা শুধু স্পিনেই নির্ভর করব। আমাদের সব বিভাগই ভালো করছে। আমরা গোটা দলের ওপরই ভরসা করছি।’
উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর ৯ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
আরটি/এনইউ/পিআর