ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ দশ ওভার নিয়ে চিন্তিত নন সাব্বির!

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম ৪০ ওভারে চার উইকেটে ২৬০ রান করে বিসিবি একাদশ। এরপর শেষ দশ ওভারে মাত্র ৪৩ রান। এ শুধু ইংল্যান্ডের বিপক্ষের এ প্রস্তুতি ম্যাচের চিত্র নয়, সর্বশেষ আফগানিস্তান সিরিজেও এমনটাই দেখে গেছে টাইগারদের। যদিও একে দীর্ঘ বিরতির প্রভাব মনে করছেন বাংলাদেশের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। ইংল্যান্ড সিরিজে সঠিকভাবেই ফিরে আসবে তারা, এ বিশ্বাস তার। তাই এ নিয়ে মোটেও চিন্তিত নয় টিম বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাব্বির রহমান বলেন, ‘আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। প্রস্ততি পর্বটা শেষ। অনেকদিন পর অনেক ভালো দলের সঙ্গে খেলবো। আফগানিস্তানের বিপক্ষে আমরা কি করেছি না করেছি। সেটা ভাবছি না। আমাদের মূল ফোকাস ইংল্যান্ড সিরিজটা।’

সর্বশেষ টানা ছয়টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। এরমধ্যে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দলগুলোও রয়েছে। পুরো দল হিসেবে খেলেই সে জয় তুলে নিয়েছেন বলে মনে করেন সাব্বির। এখন সামনে ইংল্যান্ড, তাই এ তাদেরকে ঘিরেই সব পরিকল্পনা সাজাচ্ছেন বলে জানান এ ড্যাশিং ব্যাটসম্যান। আফগানিস্তানের কি হয়েছে তা নিয়ে ভাবতে রাজী নন তিনি।

‘বাংলাদেশ টানা ৬টি সিরিজ জিতেছে। পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলকে আমরা হারিয়েছি। আমরা শুধু ভাবছি, এবার সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড। আমরা তাদের বিপেক্ষ খেলবো।’

কত কয়েক বছরে প্রিমিয়ার লিগ ও বিপিএলে অনেক ইংলিশ খেলোয়াড়ই খেলে গেছেন। এ দেশের কন্ডিশন তাদের জানা থাকায় সিরিজটা অনেক কঠিন হবে বলে ভাবছেন সাব্বির। তবে স্পিনাররা ভালো করলে জয় তাদেরই হবে বলে আশাবাদী এ তরুণ।

আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন