অনুশীলনে ফিরলেন মাশরাফি
আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে বল করতে গিয়ে পা মচকে পড়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর ব্যথানাশক স্প্রে করে ম্যাচটি শেষ করতে পারলেও এরপর আর অনুশীলন করেননি বাংলাদেশ দলের অধিনায়ক। তখনই শঙ্কা তৈরী হয়েছিল, ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন তো মাশরাফি? তবে বুধবার আবার নেটে অনুশীলনে ফিরে এসেছেন তিনি।
এদিন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে বোলিং করেন মাশরাফি। তার বোলিং দেখে বেশ সন্তুষ্টই মনে হয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তীকে। পাশাপাশি বেশ কিছুক্ষণ আলোচনাও করলেন তারা দু’জন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি জানিয়েছিলেন বড় কোন সমস্যা হয়নি তার, ‘এরপর (পড়ে যাওয়ার পর) ছোট রানআপে বোলিং করেছি। বড় কোন সমস্যা হয়নি বলে আশা করছি। কিছুদিন বিশ্রাম পেলে ঠিক হয়ে যাবে।’
তিনদিন বিশ্রাম নিয়েছেন মাশরাফি। এখন বোলিং করছেন পুরোদমেই। প্রথমে শর্ট রানআপে বল করলেও ধীরে ধীরে ফিরে এসেছেন পুরো রানআপে।
আরটি/আইএইচএস/এবিএস