ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘দেশের জন্য যত দিন খেলব সর্বোচ্চটা উজাড় করে দেব’

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৫ অক্টোবর ২০১৬

তার দুই হাঁটুতে সাত বার সার্জারি করতে হয়েছে। দুই অ্যাঙ্কল মিলিয়ে ক্যারিয়ারে ১০টি বার সার্জনের ছুরির নিচে নিজেকে সঁপে দিতে হয়েছে। তিনি এখনো বীরদর্পে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। অদম্য এক যোদ্ধার প্রতিচ্ছবি মাশরাফি বিন মর্তুজা।

তিনি তো সেই মহানায়ক, যিনি বারবার ইনজুরিকে পরাজিত করে এসেছেন। তাইতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম সফল কোচ ডেভ হোয়াটমোর একবার বলেছিলেন, ‘মাশরাফির সঙ্গে পৃথিবীর কোনো খেলোয়াড়েরই তুলনা চলে না। তার তুলনা সে নিজেই।’

আজ মাশরাফির ৩৪তম জন্মদিন। এই দিনে বাংলাদেশ দলপতি জানালেন, দেশের জার্সিতে যত দিন খেলবেন, নিজের সর্বোচ্চটাই উজাড় করে দেবেন। মিডিয়াকে তিনি বলেন, ‘আমার ৩৩ হয়ে গেল। আর চাওয়ার কি আছে? প্রথমবার বাবা হলাম যখন, হুমায়রা এলো পৃথিবীতে, আমার তখন ২৮ বছর। তখনই প্রথম অনুভব করতে পেরেছি, আমার আর কি-ই বা আছে!  দেশের জন্য খেলছি, যত দিন খেলব সর্বোচ্চটা উজাড় করে দেব। তবে আমার পরিবার, পরের প্রজন্ম যেন ভালোভাবে চলতে পারে, সেটা বড় ভাবনা।’

তিনি আরো যোগ করেন, ‘তার মানে এই না যে ওদের জন্য অনেক সম্পদ, অর্থ রেখে যেতে হবে। মূল ব্যাপার হলো, ওরা যেন মূল্যবোধ নিয়ে বাঁচতে পারে। আমি চাই, ওরা ভালো জীবন কাটাক; অন্যায়ে যেন না জড়ায় কখনো। আর্থিক কষ্টে থাকলেও যেন সম্মান নিয়ে ঠিকভাবে থাকতে পারে, মাথা উঁচু করে থাকতে পারে।’

প্রসঙ্গত, ১৯৮৩ সালের আজকের এই দিনে (৫ অক্টোবর) নড়াইলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা মাশরাফি। তিনি পার করে ফেলেছেন জীবনের ৩৩টি বসন্ত। আজ (বুধবার) ৩৪তম জন্মদিন তার। মজার বিষয় হচ্ছে, তার ছেলে সাহেলের জন্মও একই দিন। ২০১৪ সালের একই দিন ঢাকায় জন্ম তার ছেলে সাহেলের।

এনইউ/পিআর

আরও পড়ুন