ভারতকে যুদ্ধের আহ্বান মিয়াঁদাদের
ভারত-পাকিস্তানের বৈরতিা সবারই জানা। হোক তা ক্রিকেট মাঠে, হোক তা মাঠের বাইরে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কটা সাপে-নেউলে। সম্প্রতি কাশ্মির ইস্যু নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানে। সেই উত্তেজনা এখন তুঙ্গে। পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ যেমন বাইশ গজে বাইরের বিষয়ে আক্রমণাত্মক হয়ে উঠলেন। ভারতকে যুদ্ধের আহ্বান জানালেন তিনি।
পাকিস্তানের এক টিভি সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে মিয়াঁদাদ বলেন, ‘বহুবার আমি ভারত সফরে গিয়েছি। ওখানকার সাধারণ মানুষ অত্যন্ত ভালো। কিন্তু মোদী এমন একটি ডিম, যার বাবা ও মায়ের কোনো ঠিকানা নেই। ও জানে না এর পরিণাম কী হতে পারে।’
পাকিস্তানের মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত। সেই দলে সামিল হয়ে নিজের জীবনটাও দেশের জন্য উৎসর্গ করবেন মিয়াঁদাদ। ভারতকে পাল্টা দিতে পাকিস্তান তৈরি বলে জানান সাবেক এই ক্রিকেটার। ৫৯ বছর বয়সী মিয়াঁদাদ বলেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। দেশের জন্য মরতে আমরা তৈরি। প্রত্যেক পাকিস্তানি, এমনকি প্রতিটি শিশু যুদ্ধে শহীদ হতে প্রস্তুত। ভারতের মতো আমরা ভীতু নই। ওদের কোনো শক্তি নেই!’
এনইউ/এবিএস