সহজ ডটকমেই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট!
একটি টিকিটের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার দিন সম্ভবত শেষ। শুধু কী দাঁড়িয়ে থাকা! পুলিশের পিটুনি খেয়ে, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হওয়ার পরও একটি টিকিট পাওয়ার আশা করতে পারেন না ক্রিকেট ভক্তরা। ভক্তদের সেই দুর্গতির কথা চিন্তা করেই বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ থেকে টিকিট ছাড়া হচ্ছে অনলাইনে। সহজ ডটকমের মাধ্যমে টিকিট ক্রয় করে কোন ঝামেলা ছাড়াই দর্শকরা খেলা দেখার জন্য মাঠে উপস্থিত হতে পারছেন।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট কোথায় পাওয়া যাবে- এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সূত্র মারফত জানা গেছে, এবারও সহজ ডটকমের মাধ্যমে টিকিট ছাড়া হতে পারে। এ বিষয়ে অনলাইন টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করছে বিসিবি। ইতোমধ্যে বিষয়টা চূড়ান্তও হয়ে গেছে। জানা গেছে, বুধবারই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বিসিবির পক্ষ থেকে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রি সম্পর্কে সহজ ডটকমের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বুধবারের সংবাদ সম্মেলনের আগে কথা বলতে রাজি হননি।
আইএইচএস/আরআইপি