মরগানকে সমর্থন করে না ইংলিশরাই!
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে এই মুহূর্তে বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে নিরাপত্তার শঙ্কায় এ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ইংলিশদের নিয়মিত অধিনায়ক এউইন মরগান। আর মরগানের বাংলাদেশে না আসার ব্যাপারটি সমর্থন করছে না খোদ ইংলিশরাই। ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন জনমত জরিপে এমনটাই উঠে এসেছে।
টেলিগ্রাফের এই জনমত জরিপে এখন পর্যন্ত ভোট দেয়া ১০ হাজারের বেশি পাঠকের মধ্যে ৬০ শতাংশ মানুষই মনে করেন অধিনায়ক হিসেবে তার বাংলাদেশে যাওয়া উচিত ছিল।
এদিকে মরগানের বদলে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া জস বাটলার এরই মধ্যে সংবাদ সম্মেলনে নিরাপত্তার বিষয়ে ইতিবাচক কথাই বলেছেন। আর মরগানের কাছে বাংলাদেশকে মনে হয়েছে অনিরাপদ। তবে তার সঙ্গে টেলিগ্রাফের অনলাইন পাঠকেরা একমত নন।
এমআর/পিআর