ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন আল-আমিন

প্রকাশিত: ০১:১১ পিএম, ০২ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে টাইগারদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। দলে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন।

১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম। আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়াডেতে বাদ পড়েছিলেন পেসার রুবেল হোসেন। ইংল্যান্ড সিরিজের জন্য তাকে বিবেচনাতেই আনেননি নির্বাচকরা।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়েও আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না আল-আমিন। তাকে দলে না রাখায় অনেক প্রশ্ন উঠেছিল। ফর্মে থাকা আল-আমিনের দলে ফিরতে খুব বেশি দেরি হলো না। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ২৬ বছর বয়সী পেসারকে দলে টানলেন নির্বাচকরা।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নেমে দারুণ বোলিং করেছেন সাড়ে ৮ বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামা মোশাররফ হোসেন রুবেল। ওই ম্যাচে তুলে নেন মূল্যবান তিনটি উইকেট। ইংল্যান্ড সিরিজের দলে আছেন তিনিও।

এছাড়া আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে দুই বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামেন শফিউল ইসলাম। এক উইকেট নিয়েও তিনি জায়গা পেয়েছেন আসন্ন সিরিজে। দলে থেকেও একাদশে ‘উপেক্ষিত’ নাসির হোসেনও আছেন ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দলে।

আগামী ৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামবেন টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৯ অক্টোবর।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে বাংলাদেশের স্কোয়াড :

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।

আরটি/এনইউ/পিআর

আরও পড়ুন