ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘরের মাঠে টানা ৬ষ্ঠ সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০১ অক্টোবর ২০১৬

শুরুটা জিম্বাবুয়েকে দিয়ে ২০১৪ সালের শেষ দিকে। এরপর বিশ্বকাপ অভিযান শেষ করে এসে তিন পরাশক্তি পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিজয়রথের ঘোড়া ছুটিয়েছে বাংলাদেশ। এরপর ২০১৫ সালের শেষ দিকে জিম্বাবুয়েকে হারিয়েই টানা পঞ্চম সিরিজ জয়ের স্বাদ নিয়েছিল বাংলাদেশ।

মাঝে ১০ মাসের বিশাল আকেটি গ্যাপ। এই গ্যাপ কাটিয়ে অবশেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ঘরের মাঠে টানা ৬টি সিরিজ জিতে নিলো মাশরাফি অ্যান্ড কোং। যদিও আফগানদের বিপক্ষে এই জয়টি এলো অনেক শঙ্কা এবং চিন্তা তৈরী করে।

প্রথম ওয়ানডেতে ৭ রানের কোনমতে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে এসে ২ উইকেটে হেরেই গেলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় চলে আসার কারণে কারও কারও মনে সিরিজ হারের শঙ্কাও তৈরী হয়। আফগানরাও হুমকি দিচ্ছিল, তারা সিরিজ জয় করতে চায়।
 
কিন্তু তৃতীয় ওয়ানডেতে আফগানদের স্রেফ উড়িয়ে দিয়েছে মাশরাফিরা। প্রথমে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, পরে বোলারদের সাঁড়াসি আক্রমণ। বাংলাদেশের জয়টা এলো ১৪১ রানের বিশাল ব্যবধানে।

২০১৪ সালের শেষ দিকে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল ৩-০ ব্যবধানে। এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। বছরের শেষ দিকে জিম্বাবুয়েকে হারালো ৩-০ ব্যবধানে। এরপর এবার আফগানদের হারালো ২-১ ব্যবধানে।

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন