ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফি ভক্তের কাণ্ড

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০১ অক্টোবর ২০১৬

ম্যাচের বয়স তখন দ্বিতীয় ইনিংসের ২৯ ওভার চলছিল। ওভারের তৃতীয় বল করতে প্রস্তুত হচ্ছিলেন তাসকিন আহমেদ। মিড অনে তখন ফিল্ডিং করছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এমন সময় কাণ্ডজ্ঞানহীন এক দর্শক ঢুকে পড়েন মাঠে। ছুটে যান মাশরাফির কাছে। তার পেছনে ছুটতে থাকেন নিরাপত্তা কর্মীরাও।

মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। কারণ সাম্প্রতিক সময়ে জঙ্গিদের উত্থানে বাংলাদেশ যখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত-কোণঠাসা, তখন তো এমন কোন কিছুতে ভয় পাওয়ারই কথা। ভয় পেয়েছিলেন স্বয়ং মাশরাফিও। ওই দর্শককে দেখে দৌড়ে চলে যেতেও লাগছিলেন তিনি। তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারেন ওই দর্শক একজন নিরীহ ভক্ত মাত্র।

এরপর অবশ্য ওই দর্শকের আশা পূরণ করে দেন তিনি। পাগলাটে ওই ভক্তকে বুকে জড়িয়ে নেন মাশরাফি। এমনকি নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করেন তাকে ছেড়ে দিতে, মারধর না করতে। তাৎক্ষণিক ওই দর্শককে মাঠের বাইরে নিয়ে যায় নিরাপত্তাকর্মীরা। এরপর মিরপুর থানায় সোপর্দ করা হয় তাকে।

নিরাপত্তাবাহিনীর এক সূত্রে জানা গেছে, ওই অতিউৎসাহী দর্শকের নাম মেহেদী হাসান। তবে সে কোথায় থাকে, কি করে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ওই সূত্র জানায়, মূলত মিডিয়ায় নিজেকে দেখাতেই এমন পাগলাটে কাণ্ড করেছেন সে দর্শক। তবে কিভাবে ওই দর্শক মাঠে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্নও উঠেছে।



আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন