আবারো ব্যর্থ সৌম্য
প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে আবারো ব্যর্থ নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা টাইগার ওপেনার সৌম্য সরকার। ম্যাচের ষষ্ঠ ওভারে দলীয় ২৩ রানে ব্যক্তিগত ১১ রান করে সাজঘরে ফিরে গেছেন সৌম্য।
এর আগে মোহাম্মদ নবির দ্বিতীয় ওভারে পুল করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছিলেন তামিম ইকবাল। মিডঅনে দুই হাতে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি অধিনায়ক আসগর স্তানিকজাই। সেই সময়ে ১ রানে ব্যাট করছিলেন তামিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৬ রান। তামিম ২৪ আর সাব্বির ০ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ ম্যাচে মোশারফ হোসেন রুবেলকে দলে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ। প্রায় সাড়ে আট বছর পর আবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামছেন এ বাঁ-হাতি। তাইজুল ইসলামের পরিবর্তে দল ঢুকেছেন তিনি।
এছাড়াও সুযোগ দেওয়া হয়েছে শফিউল ইসলামকে। গত ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে না পাড়ায় রুবেল হোসেনের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয় পেসারকে। তাই শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন আসে মোট দুটি।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোশারফ হোসেন রুবেল, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
এমআর/এমএস