ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তাইজুলের পরিবর্তে রুবেল, রুবেলের পরিবর্তে শফিউল

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০১ অক্টোবর ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে হারের স্বাদ পায় মাশরাফি বাহিনী। তাই অপেক্ষাকৃত দুর্বল আফগানদের বিপক্ষে সিরিজ হারের শঙ্কায় পড়েছে টাইগাররা। এ সিরিজ হারলে র‌্যাংকিংয়ে আটে নেমে যাবে বাংলাদেশ। আর সিরিজ জিততে আজ জয়ের কোন বিকল্প নেই মাশরাফিদের সামনে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে মাঠে নামবে মাশরাফি বাহিনী। আর এ ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তন আসছে। পেসার রুবেল হোসেনের পরিবর্তে দলে জায়গা পাচ্ছেন শফিউল ইসলাম আর তাইজুল ইসলামের পরিবর্তে মোশাররফ হোসেন রুবেল।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জাগো নিউজকে জানান, আফগানরা বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে স্বচ্ছন্দে খেলতে পারছে না। সাকিবের বোলিংয়ের বিরুদ্ধে তাদের অনেক বেশি সমস্যা হয়েছে। তা ভেবেই মোশাররফ হোসেন রুবেলকে দলে নেয়া।`

তবে মোশাররফ রুবেলের মত তাইজুলও বাঁহাতি স্পিনার। প্রথম দুই ম্যাচে মোটামুটি ভালোই বোলিং করছেন। তাহলে তাকে দলে না নেওয়ার কারণ কি? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, `আমরা চাচ্ছিলাম সাকিবের মত না হোক তার কাছাকাছি একজন বোলার যে ব্রেক থ্রো এনে দিতে পারবে, তাইজুল তা পারছে না, তাই তার পরিবর্তে রুবেলকে দলে নেয়া।`

এদিকে শফিউলকে নিয়ে তিনি বলেন, `রুবেল প্রথম দুই ম্যাচে ১২ ওভারে ৮৬ রান দিয়ে মাত্র এক উইকেট পেয়েছেন। এ কারণেই তার পরিবর্তে দলে শফিউলকে নেয়া হচ্ছে।`  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

এমআর/এমএস

আরও পড়ুন