ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন বাটলার

প্রকাশিত: ০৫:৩২ এএম, ০১ অক্টোবর ২০১৬

নানা জ্বল্পনা-কল্পনা শেষে, নিরাপত্তা শঙ্কা চাপিয়ে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। আর এ সিরিজে স্বাগতিক বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার।

দ্বিপক্ষীয় সিরিজ খেলার উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বাটলার বলেন, সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশ দারুণ সাফল্য পেয়েছে। ওই কন্ডিশনে খেলা দল হিসেবে আমাদের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ। তবে আশা করছি  দারুণ একটি সফর হবে।  

গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেও ওয়ানডেতে এবারই প্রথম তিনি। ব্যাটসম্যান হিসেবে আক্রমণাত্মক হলেও মাঠে শান্ত, ধীরস্থির থাকতে পছন্দ করেন বাটলার। এ নিয়ে তিনি বলেন, `আমি চেষ্টা করব নিজের মতোই থাকতে। অধিনায়ক হিসেবে আমি যেমন নই, তেমন কেউ হওয়ার চেষ্টা করব না।`

এমআর/এমএস

আরও পড়ুন