ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে শুরু পাকিস্তানের

প্রকাশিত: ০৯:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

মরুর বুকে বৃষ্টির সমস্যা নয়, তবে আলোর স্বল্পতা দেখা দিয়েছিল। ফলে বেশ কিছুক্ষণ খেলা তাকে বন্ধ। শেষে এক ওভার করে কেটে নেয়া হলো দু’দলের কাছ থেকেই। তবুও বৃষ্টি আইন কাজে লাগানো হলো এখানে। পাকিস্তানের করা ২৮৪ রানের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য নির্ধারণ করা হলো ২৮৭ রান।

জয়ের জন্য ৪৯ ওভারে ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭৫ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ নওয়াজ আর হাসান আলির তোপেই শেষ হয়ে গেলো ক্যারিবীয়রা। ফলে ১১১ রানের বিশাল জয়ে সিরিজ শুরু করলো পাকিস্তান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই অধিনায়ক আজহার আলির উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে শারজিল খান আর বাবর আজম মিলে গড়েন ৮২ রানের জুটি। ৪৩ বলে ৫৪ রান করে আউট হয়ে যান শারজিল খান।

শারজিল আউট হয়ে গেলেও একপাশ আগলে রেখে দুর্দান্ত খেলা উপহার দিয়ে যান বাবর আজম। শেষ পর্যন্ত দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন তিনি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও বটে এটি তার। শেষ পর্যন্ত ১৩১ বল ১২০ রান করে আউট হন বাবর আজম।

এরপর দ্রুত আউট হয়ে যান শোয়েব মালিকও। ১২ বলে মাত্র ৬ রান করেন তিনি। সরফরাজ আহমেদ করেন ৩৫ রান। মোহাম্মদ রিজওয়ান ১১, ইমাদ ওয়াসিম করেন ২৪ রান। মাঝে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। শেষে নির্ধারিত ৪৯ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৮.৪ ওভারে ১৭৫ রান তুলতেই অলআউট। সর্বোচ্চ ৪৬ রান করেন মারলন স্যামুয়েলস। ২০ রান করেন জনসন চার্লস। ২৩ রান করেন সুনিল নারিন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নওয়াজ ৪২ রানে নেন ৪ উইকেট। হাসান আলি ১৪ রানে নেন ৩ উইকেট।

আইএইচএস/এএম