ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ জয় আফগানদের সেরা সাফল্য : হাশমত

প্রকাশিত: ১২:০০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

ইতিহাসের সামনে দাঁড়িয়ে আফগানিস্তান। প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসে সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় পেলে আফগানিস্তান ক্রিকেটের সেরা সাফল্য পাবে বলে মনে করেন দলটির অন্যতম সেরা ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদি।

শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাশমত বলেন, ‘আমরা প্রথমবার বাংলাদেশে সিরিজ খেলতে এসেছি। আর আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষে সিরিজ জয় অবশ্যই দারুণ কিছু। এটা আমাদের সেরা সাফল্য হবে। তবে আমাদের লক্ষ্য ইতিবাচক ক্রিকেট খেলা।’

গত বছর দেশের মাটিতে সবগুলো সিরিজই জিতেছে বাংলাদেশ। সে খবর জানেন আফগানরা। তাই এই সিরিজটি জিততে পারলে নিজেদের সেরা সাফল্য হবে মনে করেন হাশমতউল্লাহ, ‘বাংলাদেশ খুবই শক্তিশালী একটি দল। বিশেষ করে ঘরের মাঠে। আমরা দেখেছি পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে কিভাবে জিতেছে বাংলাদেশ। তাই তাদের বিপক্ষে সিরিজ জয় অবশ্যই সেরা সাফল্য হবে।’

তবে শেষ ম্যাচের দিনে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জয় পাবে বলে মনে করেন হাশমত, ‘দুই দলেরই সুযোগ রয়েছে সিরিজ জয়ের। আমাদের দলও খুব ভালো। তবে বাংলাদেশের দর্শক তাদের পক্ষে যাবে। অনেক বেশি দর্শক আসে এখানে এবং তাদের সমর্থন করে। যদি আমরা ভালো খেলি, আমরা জিতবো আর বাংলাদেশ ভালো খেললে তারা জিতবে।’

সিরিজ জয়ের জন্য দলের স্পিনারদের দিকে তাকিয়ে হাশমত। বিশেষ করে তরুণ লেগস্পিনার রশিদ খান ও অভিজ্ঞ মোহাম্মদ নবি আফগানদের তুরুপের তাস হতে পারে বলে জানান তিনি। এছাড়াও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে তারা।

আরটি/আইএইচএস/পিআর

আরও পড়ুন