ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশে আসছেন না অ্যান্ডারসন

প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আগামীকাল (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবেন ইংলিশরা। ওই টেস্ট স্কোয়াডে ছিলেন জেমস অ্যান্ডারসন। তবে কাঁধের সমস্যার কারণে বাংলাদেশে আসছেন না ইংলিশ তারকা এই পেসার। এমন খরবই প্রকাশ করেছে ইংলিশ মিডিয়া।

গত জুন থেকেই কাঁধের চোট নিয়ে ভুগছেন অ্যান্ডারসন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে ডান কাঁধের হাড়ে চিড় ধরা পড়েছিল তার। আগস্টে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্টেই খেলেছিলেন তিনি। এরপর বিশ্রামে ছিলেন অ্যান্ডারসন। সামান্য চোট থাকায় সম্প্রতি স্ক্যান করা হয় তার কাঁধে।

সেই স্ক্যান রিপোর্ট বলা হয়েছে, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন অ্যান্ডারসন। তাই বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে ৩৪ বছর বয়সী এই বোলারকে!

অ্যান্ডারসনের জায়গায় টেস্ট দলে ঢুকছেন জ্যাক বল। আগেই অবশ্য বাংলাদেশ সফরে ওয়ানডে দলে ডাক পেয়েছেন নটিংহ্যামশায়ার বোলার জ্যাক বল।

এনইউ/এবিএস

আরও পড়ুন