ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্রুতই শিক্ষা নিলো আফগানরা, পারলো না বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

সিরিজের প্রথম ম্যাচে তীরে এসে তরী ডুবেছে আফগানিস্তানের। শেষ দিকে অনভিজ্ঞতার জন্য হেরেছিল সে ম্যাচ। তবে দ্বিতীয় ম্যাচে সে ভুল করেনি আফগানরা। স্নায়ুচাপ সামলে নিয়ে দুই উইকেটের জয় তুলে নিয়েছে তারা। মাত্র দুই দিনের ব্যবধানে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি, অথচ ঠিক উল্টো পথেই হেঁটেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেয়ার মিছিল সমান তালেই চালিয়েছে দ্বিতীয় ম্যাচেই।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের অন্যতম সেরা খেলোয়াড় মোহাম্মদ নবি বলেন, ‘আজকে উইকেটের অবস্থা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল না। বল অনেক টার্ন ও স্কিড করছিল। তাই আমরা পরিকল্পনা করেছিলাম মাঝের ওভারগুলোতে কোনো বড় শট না খেলে সিঙ্গেল-ডাবল নিয়ে খেলবো। আমরা জানতাম যদি মাঝের ওভারে বাউন্ডারি মারতে না গেলে আমাদের জুটি হয়ে যাবে।’

এদিন ১৭তম ওভার থেকে ২১তম ওভারে কোনো বড় শট খেলেননি নবি এবং স্টানিকজাই। এরপর ২২ ওভারে ১টি চার মারলেও ২৬ ওভার থেকে ৩১ ওভারেও কোনো বড় শট খেলেনি তারা। মূলত এ দুই ব্যাটসম্যানের ১০৭ রানের জুটিতে হেরে যায় বাংলাদেশ।

আগের ম্যাচের সে হারের কাছ থেকে শিক্ষা নিয়েই এদিন এমন খেলেছেন বলে মনে করেন নবি, ‘আমাদের আগের ম্যাচের অভিজ্ঞতা ভালো কাজে লেগেছে। তবে কিছুটা ভুল আজকেও হয়েছে। শেষ দিকে আমরা কিছু উইকেট হারিয়েছি, যার ফলে চাপে পরে গিয়েছি। নুতবা জয়টা আরো সহজ হতো।’

আফগানরা এদিন উইকেটের পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন। আর সেটা করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। উইকেটে সেট হয়ে সাজঘরে ফিরেছেন একের পর একজন ব্যাটসম্যান।

দলের অধিনায়ক মাশরাফিও বলেছেন একই কথা, ‘আমাদের শুরুর দিকের চার পাঁচজন ব্যাটসম্যান ২০/৩০ রান করে আউট হয়ে গিয়েছিল। ২০ রান হলে আমরা তাকে সেট ব্যাটসম্যান বলি। সে সময় যদি কেউ আউট হয়ে যায় তাহলে বড় রান করা কঠিন। ২২০/২৩০ এ উইকেটে ভালো স্কোর।’

ম্যাচ শেসে দুই দলেরই মন্তব্য উইকেট অনেক স্লো ছিল। সেখানে থিতু হয়ে সিঙ্গেলসের উপর খেললেই রান করা যেত। আফগানিস্তান সেটা বুঝে সে অনুযায়ী খেলেছে। তবে ঘরের মাঠে নিজেদের উইকেটে বড় শট খেলতে গিয়ে সেট হয়ে ফিরেছেন তামিম-মুশফিক-সৌম্য-মাহমুদউল্লাহরা।

আরটি/বিএ

আরও পড়ুন