প্রথম বলেই মোসাদ্দেকের উইকেট
তার ভেতর অমিত সম্ভাবনা দেখেছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এনসিএলে তিনটি ডাবল সেঞ্চুরি করে নজরে আসার পর বিপিএল, ডিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স মোসাদ্দেক হোসেন সৈকতকে জায়গা করে দেয় জাতীয় দলে। আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুন ব্যাটিং করা সত্ত্বেও প্রথম ওয়ানডেতে সুযোগ পাননি। দ্বিতীয় ওয়ানডেতে এসেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করলেন সৈকত।
ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ৪৫ রানে অপরাজিত থাকার পর বল হাতেও দুর্বার শুরু হলো বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডারের। বল হাতে তুলে নিয়েই উইকেট উপহার দিলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই পেলেন উইকেটের দেখা।
১৪তম ওভারে সৈকতকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক মাশরাফি। তার করা ইনসুইঙ্গার বলটিকে হাশমতুল্লাহ শহিদী চেয়েছিলেন ঠেকানোর জন্য; কিন্তু সেটি ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করলো প্যাডে। জোরালো আবেদনে সাড়া দিলেন আম্পায়ারও। হাশমতুল্লাহ শহিদী আউট হয়ে গেলেন ২৯ বলে ১৪ রান করে। মোসাদ্দেকও পেলেন উইকেটের দেখা।
আইএইচএস/আরআইপি