ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চেলসিতে যোগ দিলেন কুয়াদরাদো

প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে শেষদিনে সেরা চমকটা দেখিয়েছে চেলসি। ৩৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ফিওরেন্তিনার কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াদরাদোকে দলে ভিড়িয়েছে ব্লুজরা।

২০১২ সাল থেকে ফিওরেন্তিনায় খেললেও কুয়াদরাদোর উত্থান মূলত ২০১৪ বিশ্বকাপে। ব্রাজিলে দুর্দান্ত খেলে সবার নজর কাড়েন ২৬ বছর বয়সী এই কলম্বিয়ান তারকা। তখন থেকেই কুয়াদরাদোকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিলেন হোসে মরিনহো। অবশেষে সোমবার সফল হলেন চেলসি বস। সেজন্য ৩৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির পাশাপাশি মিসরের উইঙ্গার মোহাম্মদ সালাহকে ফিওরেন্তিনায় ধারে খেলতে পাঠিয়েছে ইংলিশ জায়ান্টরা। পরশু রাতেই চেলসির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি সেরে ফেলেছেন কুয়াদরাদো। শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লীগে অভিষেক হতে পারে তার।

ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাবে যোগ দিতে পেরে মহাখুশি কুয়াদরাদো বলেছেন,চেলসিতে খেলার সুযোগ পেয়ে আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। চেলসি পরিবারের অংশ হতে পারাটা স্বপ্নের মতো।

এদিকে ম্যানইউর হয়ে ৩৪২ ম্যাচ খেলা স্কটল্যান্ড অধিনায়ক ড্যারেন ফ্লেচার ওয়েস্ট ব্রমে যোগ দিয়েছেন। লুই ভ্যান গলের অধীনে ম্যানইউর প্রথম একাদাশে অনিয়মিত হয়ে পড়াতেই মূলত ওল্ড ট্রাফোর্ড ছাড়লেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।

এমআর/আরআইপি