ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩১ বিদেশি ক্রিকেটারকে নিশ্চিত করলো বিপিএলের দলগুলো

প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

বিপিএলের চতুর্থ আসরের প্লেয়ারস ড্রাফট আগামী ৩০ সেপ্টেম্বর। তার আগেই বিপিএলের দলগুলো ৩১ বিদেশি ক্রিকেটারকে নিশ্চিত করেছে। পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে রয়েছেন শারজিল খান, বাবর আজম ও মোহাম্মদ শাহজাদ।

এদিকে, শ্রীলঙ্কার কিংবদন্তী কুমার সাঙ্গাকারা খেলবেন ঢাকা ডায়নামাইটসে। তার সঙ্গে ঢাকায় দেখা যাবে মাহেলা জয়াবর্ধনে, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোকে। টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে চিটাগং ভাইকিংস। গেইলের সঙ্গে একই দলে খেলবেন ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা ও মোহাম্মদ নবী।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস নিশ্চিত করেছে সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, নুয়ান কুলাসেকারা ও থিসারা পেরেরাকে।

এবার একনজরে দেখে নেয়া যাক ড্রাফটের বাইরে বেছে নেওয়া বিদেশী ক্রিকেটারদের তালিকা :

কুমিল্লা ভিক্টোরিয়ানস :  ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, সোহেল তানভির, নুয়ান কুলাসেকারা ও থিসারা পেরেরা।

রংপুর রাইডার্স: শহিদ আফ্রিদি, গিডরন পোপ,শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা ও রিচার্ড গ্লিসন।

বরিশাল বুলস : দিলশান মুনাবিরা

চিটাগং ভাইকিংস : ক্রিস গেইল, চতুরঙ্গা ডি সিলভা, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক ও মোহাম্মদ নবী।

খুলনা টাইটানস : কেভন কুপার, মোহাম্মদ আসগর, নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস ও বেনি হাওয়েল।

ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো ও রবি বোপারা।

রাজশাহী: ড্যারেন স্যামি ও মোহাম্মদ সামি।

এনইউ/বিএ

আরও পড়ুন