ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ দুই ওভারেই ফেরা তাসকিনের

প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

প্রথম বলটা ওয়াইড দিয়েছিলেন তাসকিন। পরের বলেই ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। দারুণ এক আউট সুইং রাইজিং ডেলিভারিতে ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের ব্যাটের কানায় লেগে স্লিপে বল; কিন্তু ইমরুল ধরতে পারেননি সে ক্যাচ। এরপর প্রথম স্পেল যখন শেষ করলেন নামের কোন উইকেট নেই। তিন ওভারে রান দিয়েছেন ২৮।

এরপর ২৭তম ওভারে দ্বিতীয় স্পেলে আরও দুই ওভার করেন তাসকিন। ১২ রানে নেই কোন উইকেট। ৪৩তম ওভারে এসে দিলেন ৯ রান। ছয় ওভারে তার ফিগার দাঁড়ায় ৬-০-৪৯-০।

অনেকেই তখন ভেবেছিলেন অ্যাকশন শুধরে ফুরিয়ে গেছেন তাসকিন; কিন্তু কে ভেবেছিল তাসকিন এভাবে জ্বলে উঠবেন! তিনিও হয়তো মনে মনে জেদ পুষে রেখেছিলেন। শেষ দুই ওভারে ফিরে আসেন রুদ্ররূপে। দুর্দান্ত বল করে শুধু বাংলাদেশ জয় এনে দিলেন না, পেয়েছেন চার চারটি উইকেট। আর শেষ দুই ওভারে রান দিয়েছেন মাত্র ১০টি। তাতেই ৭ রানের জয় পায় বাংলাদেশ।

৪৮তম ওভারের চতুর্থ বলে আফগানদের অন্যতম ভয়ংকর ব্যাটসম্যান মোহাম্মদ নবিকে ফেরান তাসকিন। একই ওভারের শেষ বলে ফেরান আফগানদের শেষ ভরসা অধিনায়ক আসগর স্টানিকজাইকে। এরপর শেষ ওভারের দ্বিতীয় ও শেষ বলে ফেরান মিরওয়াইজ আশরাফ ও দৌলত জাদরানকে।

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়ে দেশে ফিরে এসেছিলেন তাসকিন। আর দুর্দান্ত বোলিং করেই ফিরে আসলেন বাংলাদেশের এ পোস্টার বয়।

উল্লেখ্য, ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত চার উইকেট পেলেন তাসকিন। এর আগে অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ২৮ রানে ৫টি উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এ তরুণ তুর্কি।

আরটি/আইএইচএস/এআরএস

আরও পড়ুন