ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের শর্ত মানতে নারাজ বিসিবি

প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যে শর্ত প্রস্তাব করেছে,তা মানবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল নিজ কার্যালয়ে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন,পাকিস্তানের প্রস্তাব আমার কাছে বাস্তবসম্মত মনে হয়নি। সুতরাং তাদের দাবি আমরা মানছি না।

পাপন আরো বলেন,আমি আইসিসির মিটিংয়ে যেতে পারেনি। মাহবুব আনাম গিয়েছিলেন। তিনি হয়তো পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছেন। আমরা শিগগিরই তা জানতে পারব।

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ নিয়ে পাকিস্তানের শর্তের বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আরও বলেন,আসলে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্যে বয়সভিত্তিক দল পাঠানোর চিন্তা করছি। তবে তার আগে আমাদের ছেলেদের নিরাপত্তা নিশ্চিয়তা দিতে হবে।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি,পাকিস্তান বোর্ডে কিছু দিন পরপর নতুন সভাপতি আসে আর নতুন নতুন সমস্যা তৈরি হয়। নতুন সভাপতি এসেই দায়িত্ব নেয় বাংলাদেশকে সফরে নেয়ার। কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, নিরাপত্তার কারণেই আমরা পাকিস্তান যেতে পারছি না।

এমআর/পিআর