আল-আমিনের চেয়ে এগিয়ে শফিউল : হাথুরুসিংহে
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে সবচেয়ে বড় চমকের নাম পেসার হিসেবে আল-আমিনকে বাদ দিয়ে শফিউল ইসলামকে দলে নেয়া। প্রথমে কোচের অপছন্দের কারণেই এই পেসারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে শোনা গেলেও মূলত শফিউলের উন্নতির কারণেই আল-আমিন বাদ পড়েছেন।
শনিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, `আল-আমিন দল থেকে বাদ পড়েছে মানে এই না সে একবারে ফুরিয়ে গেছে। অতীতে সে ভালো বোলিং করেছে, তবে এই মুহূর্তে আল আমিনের চেয়ে শফিউল ইসলাম এগিয়ে আছে। এজন্যই তাকে দলে নেওয়া।`
তিনি আরও বলেন, `আমরা অধিনায়ককে ভিন্ন একটা দল দিতে চেয়েছি। দলে ভিন্ন রকম বৈচিত্র আনতে চেয়েছি। সব সময় সব কিছু একরকম থাকে না। আর আল-আমিনের চেয়ে শফিউলের ফিটনেস এখন ভালো। শফিউল এখন অন্যদের মতই যোগ্য খেলার জন্য। আর আমরা শফিউলকে দুটি সুযোগ দিচ্ছি দেখার জন্য সে নিজেকে প্রমাণ করতে পারে কি না।`
এমআর/এমএস