ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলের সিলেট পর্বের জমকালো উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

প্রযুক্তির লেজার রশ্মির নানা প্রয়োগ আর উন্মাতাল সুরের ছন্দে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএলের সিলেট পর্বের এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেশের সবচেয়ে বড় এই ফুটবল আসরের সিলেট পর্বকে রাঙিয়ে রাখতে বিশেষ এই ‘আনন্দ উৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে সুরের ছন্দ নিয়ে হাজির হয়েছেন খ্যাতনামা পপসম্রাজ্ঞী মমতাজ, ব্র্যান্ডদল এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু, কমেডি তারকা আবু হেনা রনি, সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী লিজা।

বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন।

Sylhet

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিপিএলের প্রধান সমন্বয়কারী শাকিল মাহমুদ চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক মাহি উদ্দিন আহমেদ সেলিম ছাড়াও বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ, বাফুফের কর্মকর্তা, সিলেটের রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ এই উদ্বোধনী অনুষ্ঠানের পর ২০০ টাকা মূল্যের টিকিট কেটে স্টেডিয়ামের গ্যালারিতে প্রায় ১০ হাজার দর্শক কনসার্ট উপভোগ করেন।

আগামী ২৫ সেপ্টেম্বর ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডির মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্ব মাঠে গড়াবে। মাঝে ২৮ অক্টোবর বিরতি দিয়ে, ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দু’টি করে ম্যাচ চলবে। বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ছামির মাহমুদ/এম/আরআইপি