ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুয়ারেজও ‘পুরুষ’!

প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

ফুটবল মাঠে লুইস সুয়ারেজ জড়িয়ে পড়েন নানা বিতর্কিত কাণ্ডে, এ কথা অজানা নয় কারোরই। বিতর্কের অপর নাম সুয়ারেজ! এবার অবশ্য সেরকম বিতর্কিত কোনো ঘটনা নয়। বরং বিতর্ক ছড়ানো বিষয়ের জবাব দিলেন সুয়ারেজ। কী সেই ঘটনা?

বৃহস্পতিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে ম্যাচের ৮৩ মিনিটের মাথায় ফিলিপে লুইসকে ট্যাকেল করেন সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের বুডে আঘাত পান লুইস। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পায়ে ক্ষত হয়। পরে ইনস্টাগ্রামে সেই রক্তমাখা পায়ের ছবি পোস্ট করেছেন লুইস। লিখেছেন, ‘দেখুন, সে (সুয়ারেজ) আমাকে স্পর্শ করেনি!’

Suarezএটা ভালোভাবে নিতে পারেননি সুয়ারেজ। জবাব দিলেন কড়া ভাষায়। ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে সুয়ারেজ খোঁচালেন এভাবে, ‘ফুটবল পুরুষ মানুষের খেলা।’ তার মানে সুয়ারেজও ‘পুরুষ’। প্রশ্ন থেকে যায়, ফিলিপে লুইস তাহলে কী?

খেলতে গিয়ে অনেক কিছুই ঘটে। ইচ্ছা করে ফাউল করার ইচ্ছা তো আর ছিল না সুয়ারেজের। সেটা না করেও যখন অপবাদ শুনতে হলো, তখন সুয়ারেজ কি আর বসে থাকার মানুষ? লুইসের পোস্ট ও তার লেখার জবাবে সুয়ারেজ বলেন, ‘ফুটবল খেলার ধরন সাধারণত এমনই হয়। মাঠে যা ঘটে, তা মাঠেই রেখে আসা দরকার। এটা (সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট) যদি সবাই এভাবে প্রকাশ করে, তাহলে তো পুরো জিনিসটাই একটা সার্কাসে পরিণত হয়ে যাবে।’  

বছর খানেক আগে মেসিকে বাজেভাবে ট্যাকেল করেছিলেন ফিলিপে লুইস। তখন মেসি তো সেই ক্ষত স্থানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি। সেটা ভোলেননি সুয়ারেজ। বলেন, ‘গত মৌসুমে মেসি কি কোনো ছবি প্রকাশ করেছিল? না, সেটা করেনি। কারণ, এই খেলা (ফুটবল) তো পুরুষ মানুষের।’

এনইউ/পিআর

আরও পড়ুন