বিপিএলে টাকা বাড়ছে টপ খেলোয়াড়দের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দল চূড়ান্ত করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু খেলোয়াড়দের বকেয়া পরিশোধ নিয়ে ঝামেলা হওয়ায় তৃতীয় আসরে করা হয় ‘প্লেয়ার বাই চয়েজ’। লটারির মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করে ফ্র্যাঞ্চাইজিরা। তবে সে আসরে টপ খেলোয়াড়দের ভিত্তি মূল্য নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় এবারের আসরে আগের চেয়ে বাড়ানো হয়েছে তাদের মূল্য।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে সভা করেন বিপিএলের গভর্নিং কমিটির সদস্যরা। সভা শেষে বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘স্থানীয় টপ খেলোয়াড়দের ভিত্তি মূল্য বাড়ানো হতে পারে। এছাড়া পুরোনো দল পাঁচটা, তারা হয়তো দুইজন করে এ ক্যাটাগোরির খেলোয়াড় রেখে দিতে পারবে। আর নতুন দলদুটিকে প্রথমে দুই জন করে খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হবে।’
‘নিলামের ব্যাপারে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে ট্যাকনিক্যাল কমিটি ২-১ দিনের ভেতরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দেশীয় ক্যাটাগোরির দুইজন করে খেলোয়াড় তারা রেখে দিতে পারবে। বিদেশীদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।’
ইতোমধ্যেই বিপিএল নিয়ে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে বলে জানান বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে ‘প্লেয়ার্স বাই চয়েজ’। ৪ নভেম্বর টুর্নামেন্ট মাঠে গড়াবে এবারের আসর। তবে শেষ হবে ৭ কিংবা ৮ ডিসেম্বর।
‘এবারের আসরের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রাম ও ঢাকায়। দেশের যেমন অবস্থা তাতে করে এতোগুলো দল নিয়ে অন্য কোথাও খেলা সম্ভব নয়। আমাদের যে নিরাপত্তা প্লান আছে এগুলো রাখতে চাইলে ঢাকা-চট্টগ্রাম ছাড়া খেলা গড়ানো সম্ভব নয়।’
এছাড়া এবারের আসরে যুক্ত হয়েছে আরও নতুন দুটি দল। বিপিএলে ফিরে এসেছে রাজশাহী ও খুলনা। তবে আরও অনেক দলই আগ্রহ প্রকাশ করেছিল বলে জানান মল্লিক। তবে চলতি বছরে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কারণে আর দল বাড়ায়নি তারা। গত আসরের সিলেট সুপার স্টার্স থাকছে না এ আসরে। তাই ৭টি দল নিয়ে শুরু হচ্ছে এবারের আসর। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি রাজশাহী নিয়েছেন ম্যাঙ্গো এন্টারটেনমেন্ট আর খুলনা নিয়েছে জেমকন গ্রুপ।
আরটি/এনইউ/এবিএস