চ্যানেল নাইনেই থাকছে বিপিএল
গত কয়েকদিনই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টেলিভিশন সম্প্রচার স্বত্ব হারাচ্ছে চ্যানেল নাইন। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিপিএলের চতুর্থ আসরে সম্প্রচার স্বত্ব থাকছে চ্যানেল নাইনেই। এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিপিএল আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিপিএলের গভর্নিং কমিটির সদস্যরা। সভা শেষে সিনহা বলেন, ‘বিপিএল শুরু হয়েছে চ্যানেল নাইন দিয়ে। তাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আমাদের ঝামেলা ছিল। এখন তাদের সঙ্গে এটা নিয়ে আজকে মিটিং হয়েছে। এই মিটিংয়ে এই সমস্যা সমাধান হয়েছে। আমরা যেভাবে চাচ্ছি তারা এভাবে কাজ করবেন বলে জানিয়েছেন। তাই এবার বিপিএল সম্প্রচার করছে তারাই।’
তবে এ আসরে সম্প্রচার স্বত্ব চ্যানেল নাইনে থাকলেও আগামী আসরে তাদের নাও দেখা যেতে পারে। পূর্ব চুক্তি অনুযায়ী ছয় বছর চ্যানেল নাইনে প্রচার স্বত্ব বাতিল করে তিন বছরের জন্য করা হয়েছে। ফলে আগামী আসরে নতুন করে টেন্ডার করবেন বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
‘আমরা একটা টেন্ডার করতে চাচ্ছিলাম পরবর্তী তিন আসরের জন্য। তাদের সঙ্গে আমাদের কিছু ঝামেলা ছিল। আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আসরটা চ্যানেল নাইনের কাছেই থাকবে। এর পরের তিনটা আসরের জন্য আমরা টেন্ডারে যাবো। তবে এখন আমরা যা প্রপোজ করেছি, তারা সবকিছু করতে রাজি আছে।’
হঠাৎ করে কেন চ্যানেল নাইনের সঙ্গে চুক্তি কমিয়ে আনা হলো? তা প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন তারা। তবে যে সকল সমস্যা হয়েছিল তা আর আগামীতে করবে না আশা করছেন মল্লিক। যদি করেন সেক্ষেত্রে আগামীতে তাদের টেন্ডার করতে দেবেন না বলে জানান তিনি।
‘শর্তগত কিছু সমস্যা তৈরি হয়েছিল। আমরা যেভাবে চাচ্ছিলাম না সেভাবে কাজ হচ্ছিল। এখন এগুলো সমাধান হয়েছে তাই আর কোনো সমস্যা নেই। এবার কোনো সমস্যা হলে ভবিষ্যতে টেন্ডার করতে পারবে না হয়তো।’
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের চতুর্থ আসর। সাতটি দল নিয়ে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এ আসর।
আরটি/এনইউ/এমএস