ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানি বংশোদ্ভূত হয়েও বাংলাদেশকে নিরাপদ ভাবছেন আনসারি

প্রকাশিত: ০৯:০১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ১৭ জনের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন জাফর আনসারি। ২৪ বছর বয়সী এই ইংলিশ তারকা অলরাউন্ডার পাকিস্তানি বংশোদ্ভূত। ইনজুরির কবলে পড়ার কারণে দীর্ঘ ১২ মাস পর জাতীয় দলে ডাক পেলেন তিনি। বোর্ড (ইসিবি) ও নির্বাচকদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ সফরে সাবলীলভাবেই খেলতে চান তিনি। কারণ? পাকিস্তানি বংশোদ্ভূত হয়েও পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে নিরাপদ ভাবছেন আনসারি। 

বাংলাদেশে নিরাপত্তা প্রসঙ্গে আনসারি বলেন, ‘আমাদের নিরাপত্তা দল ওখানকার (বাংলাদেশ) নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ করেছে। এছাড়া আরেকটি কারণে আশ্বস্ত হচ্ছি যে গত কয়েক বছর ধরে আমার বাবা-মা পাকিস্তানে থেকেছেন। যা (পাকিস্তান) বাংলাদেশের চেয়েও ভয়ঙ্কর জায়গা।’

বিশ্বের এমন কোনো জায়গা নেই, যেখানে পূর্ণ নিরাপত্তা আছে। তাই সমস্যাগ্রস্ত দেশগুলোর পাশে থাকা মানবিক দায়িত্ব। সে কথাটাই বোধ হয় আনসারি বললেন এভাবে, ‘আমি বাংলাদেশ সফর করতে পেরে খুশি। বিপদের মুহূর্তে ওই সমস্ত দেশের পাশে দাঁড়ানো উচিত।’

গত বছর ইনজুরির কবলে পড়েন আনসারি। দীর্ঘ দিন জাতীয় দলে ফিরলেন। এবার নিজেকে মেলে ধরতে চান তিনি। বলেন, ‘আমি এখন ভালো আছি। বোলিংয়েও স্বস্তি অনুভব করছি। সব কিছু ঠিক আছে।’

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে : আলিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যাল্যান্স, গ্যারেথ বাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

এনইউ/এমএস

আরও পড়ুন