বেনজেমা-রদ্রিগেজ নৈপুণ্যে রিয়ালের জয়
স্প্যানিশ লা লিগায় জয়রথ ছুটছেই রিয়াল মাদ্রিদের। রোববার রাতে করিম বেনজেমা ও হামেস রদ্রিগেজ নৈপুণ্যে এস্পানিওলকে ২-০ গোলে পরাজিত করেছে লস ব্লাঙ্কসরা। এই জয়ে বার্সেলোনাকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল।
এ পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়েছে রিয়াল। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচে লুইস এনরিকের দলের ভাণ্ডারে জমা পড়েছে ৯ পয়েন্ট। লাস পালমাসের অবস্থান তৃতীয়, ৪ ম্যাচে তাদের ঝুলিতেও জমা পড়েছে ৯ পয়েন্ট।
এদিকে, প্রতিপক্ষের মাঠে দলের দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে ছাড়াই খেলতে নামে রিয়াল। অসুস্থতার কারণে দলের বাইরে রয়েছেন তারা। তবে রোনালদো-বেলের অভাবটা জিদানকে অনুভব করতে দেননি রদ্রিগেজ-বেনজেমারা।
যদিও গোল পাওয়া খুব একটা সহজ ছিল না রিয়ালের জন্য। লক্ষ্যভেদ করতে রদ্রিগেজকে খেলতে হয়েছে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। বিরতির জন্য রেফারি বাঁশি বাজানোর ঠিক আগে রিয়ালকে লিড এনে দেন কলম্বিয়ান তারকা। এস্পানিওলের দুজন খেলোয়াড়কে কাটিয়ে অসাধারণ দক্ষতায় গোল আদায় করে নেন রদ্রিগেজ।
করিম বেনজেমা গোলের দেখা পেয়েছেন ৭১ মিনিটে। ডান প্রান্ত থেকে লুকাস ভাজকুয়েজের বাড়িয়ে দেয়া বলটি পায়ের আলতো ছোঁয়ায় এস্পানিওলের জালে জড়ান ফরাসি এই স্ট্রাইকার। আর তাতে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় জিদানের দল।
এনইউ/এমএস