ভাগ্য আর রেফারিকে দুষলেন মরিনহো
তারকাখচিত দল নিয়েও ওয়াটফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর কারণ হিসেবে কী বলবেন ম্যানইউ কোচ হোসে মরিনহো? আগের মতোই পর্তুগিজ কোচ দুষলেন ম্যাচে দায়িত্বরত রেফারিকে। দোষটা দিলেন ভাগ্যকেও। ভাগ্য সহায় না থাকায় হেরে গেছে রেড ডেভিলসরা!
হোসে মরিনহোর ভাষায়, ‘প্রথম ২৫-৩০ মিনিট আমরা ভালো খেলতে পারিনি। এটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। দলে আরো উন্নতি করতে হবে। এ ব্যাপারে আমরা কাজ করতে পারি। এরপর আসি, রেফারির পারফরম্যান্সে! রেফারি ও লাইন্সম্যানের ভুলে আমরা ম্যাচে নিয়ন্ত্রণ আনতে পারিনি। এটা তো আমাদের উন্নতির জায়গা না।’
দ্বিতীয়ার্ধে রাশফোর্ডের গোলে সমতায় ফিরেছিল ম্যানইউ। কিন্তু শেষ দিকে দুটি গোল হজম করেছে তারা। শেষ পর্যন্ত লজ্জাই সঙ্গী হয় সফরকারীদের। মরিনহো বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের শুরুটা ভালোই ছিল। সমতায়ও ফিরেছিলাম। দুর্ভাগ্য আমাদের, শেষটা আর ভালো হয়নি। আমরা রেফারিকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’
এনইউ/পিআর