ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফ্লাডলাইটের আলোয় মাশরাফিদের অনুশীলন

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

টানা ১১ দিন ছুটি শেষে আবারো শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেল ৪টায় রিপোর্ট করেন মাশরাফিরা। এরপর প্রায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে ব্যাট-বলের অনুশীলন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো দিবারাত্রির হওয়ায় ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করান হাথুরুসিংহে অ্যান্ড কোং।

ঈদ-উল-আযহার ছুটিতে যাওয়ার আগে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডের সবাই এদিন যোগ দেন ক্যাম্পে। ছিলেন জাতীয় দলের সকল কোচিং স্টাফরাও।

এদিন মাঠের মূল উইকেটে অনুশীলন করেন মাশরাফিরা। তবে এর আগে ফুটবল খেলে ওয়ার্মআপ করে নেন তারা, এরপর হাল্কা স্ট্রেচিং। ব্যাটিং অনুশীলন শুরু করেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও মুশফিক। পাশের নেটে অনুশীলন করেন সৌম্য-ইমরুল। আর একই সঙ্গে মাশরাফি-রুবেল-শফিউল-তাসকিনদের বোলিং দেখান কোর্টনি ওয়ালশ।
 
আশার খবর, বাঁহাতের আঙ্গুলের ইনজুরি কাটিয়ে নেটে ফিরেছেন তামিম ইকবাল। এদিন প্রায় ঘণ্টা খানেক ব্যাটিং অনুশীলন করেন এ ড্যাশিং ওপেনার। আফগানিস্তানের বিপক্ষেই মাঠে ফিরবেন বলে আশা করছেন কোচ-অধিনায়করা।   

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসছে ইংল্যান্ড। ৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। এরপর ৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দল দুটি।

আরটি/এনইউ/পিআর

আরও পড়ুন