ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোববার থেকে আবারও শুরু হচ্ছে মাশরাফিদের প্রস্তুতি

প্রকাশিত: ০২:২১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

টানা ১১ দিনের ছুটি কাটিয়ে আগামীকাল রোববার থেকে আবার শুরু হচ্ছে মাশরাফিদের অনুশীলন ক্যাম্প। বিকেল চারটায় ক্যাম্পে রিপোর্ট করবেন আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দলে ডাক পাওয়া ২০জন ক্রিকেটার। আর টাইগারদের এ অনুশীলন ক্যাম্প পরিচালনার জন্য তার আগেই ঢাকায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

এর আগে গত ২০জুন থেকে প্রাথমিক ক্যাম্পের থাকা ৩০জন ক্রিকেটারকে নিয়ে টানা এক মাস হয় মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প। ঈদ-উল-আযহার ছুটিতে যাবার আগ পর্যন্ত বাকি কয়দিন করেন স্কিল ট্রেনিং। তবে ঈদের ছুটিতে যাওয়ার আগে প্রাথমিক তালিকা ৩০ জন থেকে কমিয়ে ২০ জনে নামিয়ে আনে বিসিবি। তাদের নিয়েই কাল থেকে শুরু হবে সর্বশেষ প্রস্তুতি ক্যাম্প। রিপোর্ট করার পর বিকেলেই ফ্লাডলাইটের আলোয় চলবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন।  

শনিবার সকাল ১০টায় ক্যাম্প পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে এসেছেন শ্রীলংকার সাবেক টেস্ট ব্যাটসম্যান থিলান সামারাভিরাও। টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। এছাড়াও ঢাকায় ফিরেছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল।

তবে এখনও ঢাকায় আসেননি বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। জানা গেছে, আগামীকাল সকালে ঢাকায় আসার কথা রয়েছে তাদের। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার কাউসার আজিম সজিব।

আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন