ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শীর্ষেই আছে মেসির আর্জেন্টিনা

প্রকাশিত: ১১:২৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসি জাদুতে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। পরের ম্যাচের ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মেসিবিহীন দলটি। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাউজার দল।

শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পরও ফিফা র্যাংকিংয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। মেসির দলের সংগ্রহ ১৬৪৬ পয়েন্ট। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পাঁচ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। সেলেকাওদের অর্জন ১৩২৩। সমান পয়েন্ট নিয়ে কলম্বিয়াও যৌথভাবে রয়েছে চতুর্থ স্থানে।

এদিকে, আজ বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রকাশিত র্যাংকিংয়ে বেলজিয়াম অবস্থান করছে ফিফা দুই নম্বরে। তাদের সঞ্চয় ১৩৬৯ পয়েন্ট। আর বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি রয়েছে তালিকার তৃতীয় স্থানে। তাদের ঝুলিতে জমা পড়েছে ১৩৪৭।

এনইউ/এমএস

আরও পড়ুন