নেইমারদের ভয় পান না রজার্স
আজ রাতে চ্যাম্পিয়নস লিগের খেলায় সেল্টিকের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস। তার আগে মেসি-নেইমার-সুয়ারেজদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন সেল্টিকের কোচ ব্রেন্ডন রজার্স। ‘এমএনএস’ খ্যাত বার্সার ত্রিফলা কী পারেন, তা অজানা নেই লিভারপুলের সাবেক কোচের। তাতে কী? নেইমারদের নিয়ে ভীত নন রজার্স।
ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে সেল্টিক বস রজার্স বলেন, ‘বার্সার কোনো খেলোয়াড়কে নিয়ে আমি ভীত নই। একজন কোচ হিসেবে আপনাকে প্রত্যেকটা ম্যাচেই নিজের মতো করে এগিয়ে যেতে হবে। ইতিবাচক ফল পাবেন, এই বিশ্বাস রাখতে হবে। আমরা জানি, বার্সা বিশ্বের অন্যতম সেরা দল। তাদের আক্রমণভাগে রয়েছে সেরা তিন খেলোয়াড়, তারা কিনা বিশ্বসেরা।’
মেসি-নেইমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নেই রজার্সের। তবে লিভারপুলের কোচ থাকাকালীন সুয়ারেজই ছিলেন তার তুরুপের তাস। সাবেক শিষ্যকে (সুয়ারেজ) নিয়ে সেল্টিকের বর্তমান কোচ বলেন, ‘আমি সুয়ারেজের সঙ্গে কাজ করেছি। সে চারজনকে কাটিয়ে বল বের করে নিতে পারে। তার সঙ্গে নেইমার-মেসির মেশালে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তাদের সামলানো কঠিন ব্যাপার। তারা ক্ষুধার্ত। আমরাও দলগত ভালো খেলতে চাই।’
এনইউ/পিআর