ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন আমির

প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই মাঠে ফেরার সুযোগ পেলেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবেদনের প্রেক্ষিতে সবশেষ সভায় দুর্নীতি বিরোধী নীতিতে কিছু পরিবর্তন আনে আইসিসি। পরিবর্তিত বিধি অনুযায়ী আমিরকে খেলার অনুমতি দেয়া হয়েছে বলে উল্লেখ করেন আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট আকসুর চেয়ারম্যান স্যার রোনি ফ্ল্যানগান।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরের মাথায় ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। তাই পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয় তাকে। লর্ডসে সেই টেস্টে ফিক্সিংয়ে জড়িত থাকায় অধিনায়ক সালমান বাট ও আরেক পেসার মোহাম্মদ আসিফকেও আরও দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হয়। এর মধ্যে আমিরই এখন ফিরতে পারছেন ক্রিকেটে।

যদিও ২২ বছর বয়সী পেসারকে ফেরানোর বিরোধিতা করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান তৌকির জিয়া। তিনি বলেন,আমি পর্যবেক্ষণ করেছি নিষেধাজ্ঞা থেকে কোনো শিক্ষাই নেয়নি আমির।

এমআর/আরআই