ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কখনোই হাল না ছাড়তে নেই: আর্জেন্টিনা কোচ

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

আগের ম্যাচে লিওনেল মেসির কাছেই হেরে গেছে উরুগুয়ে। দুর্ভাগ্য তার। ইনজুরির কারণে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারেননি তিনি। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা ম্যাচটিতে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এর ফলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেছে তারা।

৮ ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ ১৫ পয়েন্ট। ব্রাজিল উঠে এসেছে তালিকার দ্বিতীয় স্থানে। সেলেকাওদের পয়েন্ট সংখ্যাও ১৫। তবে আর্জেন্টিনার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে নেইমাররা। বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা নিজেদের দখলে নিয়েছে উরুগুয়ে। ৮ ম্যাচ শেষে অস্কার তারবারেজের দলের সংগ্রহ ১৬ পয়েন্ট।  

এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের চিত্র অন্যরকমও হতে পারত। কেননা ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। পরে লুকাস প্রাতো ও ওতামান্দির গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা। বিশ্বকাপ বাছাইপর্বে এক পয়েন্টও কম নয়। সেজন্যই হয়তো ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেও সন্তুষ্ট আর্জেন্টিনার কোচ এদয়ার্দো বাউজা। বলেন, ‘দলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, কখনোই হাল না ছাড়তে নেই।’

আর্জেন্টিনা কোচ আরো যোগ করেন, ‘ভেনেজুয়েলার বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে পারব, তা ভাবিনি। ঝুঁকি নিয়েছি। ছেলেরা তাদের সেরাটা ঢেলে দিয়েছে। যে কারণে এক পয়েন্ট পেয়েছি। সবচেয়ে বড় কথা, শূন্য হাতে মাঠ ছাড়তে হয়নি আমাদের।’

এনইউ/এবিএস

আরও পড়ুন