মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল বুধবার
ওয়াল্টন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে বুধবার মুখোমুখি হবে এক্সপো অলস্টার্স মাস্টার্স আর জেমকন খুলনা মাস্টার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন দুপুর ২টায় খেলা শুরু হবে। ২৫ ওভারের এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আই।
ফাইনাল ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত খুলনা মাস্টার্সের অধিনায়ক হাবিবুল বাসার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেমিফাইনালে ভালো একটি দলকে হারিয়েছি। এবার ফাইনালেও ভালো খেলতে চাই। চ্যাম্পিয়ন হওয়াই এখন আমাদের মূল লক্ষ্য। আমরা চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবো। মাস্টার্স কার্নিভালের প্রথম শিরোপা পেলে অবশ্যই ভালো লাগবে।’
এদিন বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখার জন্য মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল শেষে সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে, কোচ, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। ক্রীড়া সাংবাদিকদের কোঠায় এ বিভাগে সম্মাননা পাবেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু।
এছাড়া এ আসরে বিশেষ সম্মাননা পাচ্ছেন জালাল আহমেদ চৌধুরী (কোচ), ওসমান খান (কোচ), সৈয়দ আলতাফ হোসেন (কোচ), আফজালুর রহমান সিনহা (সংগঠক), মাহবুবুল আনাম (সংগঠক), দিলু খন্দকার (সাংবাদিক), উৎপল শুভ্র (সাংবাদিক), খন্দকার তারেক (ফটো সাংবাদিক), শামসুল হক টেংকু (ফটো সাংবাদিক) ও মীর ফরিদ (ফটো সাংবাদিক)।
এ টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের বার্তা পরিচালক শাইখ সিরাজ, ওয়াল্টনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ওয়াল্টনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, স্ক্যান সিমেন্টের পরিচালক সৈয়দ আবু আবেদ সাহের, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
আরটি/বিএ