ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যান্ডেজ নিয়ে মাশরাফিদের খেলা দেখলেন মোস্তাফিজ

প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

ক্যারিয়ারের একেবারে শুরুতেই ইনজুরিকে সঙ্গী করে নিলেন বিস্ময়কর পেসার মোস্তাফিজুর রহমান। যে কারণে সতীর্থরা মাঠে থাকলেও তাকে অলস বসে সময় কাটাতে হচ্ছে আর চলতে হচ্ছে ডাক্তারের বেঁধে দেয়া নিয়ম মেনে। খেলতে গিয়েছিলেন কাউন্টি। সেখানে গিয়েই পড়লেন ইনজুরিতে এবং শেষ পর্যন্ত কাঁধের অস্ত্রোপচার করেই দেশে ফিরতে হলো তাকে।

ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন কাটার মাস্টার। এক সপ্তাহ মা-বাবার সান্নিধ্যে কাটিয়ে গত বুধবারই ঢাকায় ফিরে আসেন মোস্তাফিজ। আপাতত তিনি ঢাকায় অবস্থান করছেন বিসিবি একাডেমি ভবনে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে।

পূর্ণ বিশ্রাম, হালকা ব্যায়াম আর রিহ্যাবে কাটছে কাটার মাস্টারের দিনকাল। চিকিৎসকের বেঁধে দেয়া সময়সীমা হলো চার থেকে ছয় মাস। বিসিবির প্রধান চিকিৎসক ও তার কাঁধের অস্ত্রোপচারের সময় থাকা দেবাশীষ চৌধুরীর ধারণা ও বিশ্বাস, সব কিছু ঠিক থাকলে হয়তো পাঁচ মাসের মধ্যে সুস্থ্ হয়ে উঠতে পারেন মোস্তাফিজ।

কাঁধের অস্ত্রোপচারের ফলে এখনও বাম হাতে ব্যান্ডেজ বাঁধা এবং সারাক্ষণ হাত ঝুলিয়ে রাখতে হচ্ছে গলার সঙ্গে। এ অবস্থায়ই মঙ্গলবার জাতীয় দলের ক্রিকেটারদের তৃতীয় প্রস্তুতি ম্যাচ দেখার জন্য মাঠে আসেন মোস্তাফিজ। ম্যাচ শুরুর অনেক পর, দুপুর ১২টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। কিছুক্ষণ সময় কাটান ড্রেসিং রুমে। বেশ কিছুক্ষণ বসে মাশরাফিদের খেলা দেখেন তিনি। এ সময়ই ব্যান্ডেজ বাধা হাতে ধরা পড়েন ক্যামেরার লেন্সে।

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন