ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জিদানই রিয়ালের সাফল্যের মূল ব্যক্তি : রোনালদো

প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

গত মৌসুমের শুরুটা কিভাবে হয়েছিল, কিভাবে মাঝপথে তারা পথ চলছিল আর শেষ করেছিল কিভাবে- অনুসন্ধান করতে গেলে ভিন্ন ভিন্ন গল্পেই উঠে আসবে। কার্লো আনচেলত্তিকে বিদায় করে দেয়ার পর রাফায়েল বেনিতেজকে কোচ হিসেবে নিয়োগ দেয় রিয়াল মাদ্রিদ। তবে তার নিয়োগটা কেন যেন পছন্দ করতে পারেননি রোনালদো।

ফল যা হওয়ার তাই হলো, মৌসুমের মাঝপথ পর্যন্ত রিয়াল মাদ্রিদ যেন মাঝিছাড়া কোন নৌকা। উদ্দেশ্যহীনভাবে এগিয়ে চলছে। মাঝ পথে এসে বেনিতেজকে বরখাস্ত করে দায়িত্ব তুলে দেয়া হলো জিনেদিন জিদানের হাতে। ভোজভাজির মতো পাল্টে গেল যেন দৃশ্যপট। এল ক্ল্যাসিকো জয় দিয়ে জিদানের অভিযাত্রা শুরু। এরপর লা লিগায় তৈরী করেছিলেন দারুণ প্রতিদ্বন্দ্বীতা। লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে নেয় রিয়াল মাদ্রিদ।

রিয়ালের মূল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আগে থেকেই বলে আসছিলেন, ক্লাবের এই সাফল্যের মূল কারিগরই হলেন জিনেদিন জিদান। এবার আবারও একই কথা বললেন। জানালেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ যে সাফল্য পেয়েছে তা এসেছে মূলতঃ জিদানের কল্যানেই। তিনিই শিখিয়েছেন, কিভাবে শান্ত থাকতে হয় এবং কিভাবে লক্ষ্যপানে এগিয়ে যেতে হয়।

গত মৌসুমে দুর্দান্ত পারফরমার ছিলেন রোনালদো নিজেও। সব মিলিয়ে ৫১টা গোল করেছেন তিনি। তবে, ক্লাবের সাফল্য এবং তার পারফরম্যান্সের পেছনে যে জিদানই মূল ব্যক্তি, সে স্বীকৃতি দিতে মোটেও কার্পণ্য করলেন না রোনালদো।

রোনালদো বলেন, ‘আমাদের সাফল্যের পেছনে মূল ব্যক্তিই হলেন জিদান। তিনি আসলেন, আমাদের কঠোর পরিশ্রম করালেন এবং দুর্দান্ত কিছু কাজ করে দেখালেন। তিনি সত্যি দারুণ পেশাদার এবং চমৎকার এক মানুষ।’

খেলোয়াড়দের মানসিক অবস্থা বুঝে তাকে সেভাবে পরিচালনার ক্ষেত্রে জিদানই সেরা ব্যক্তি বলে মনে করেন রোনালদো। তিনি বলেন, ‘আমার মতামত হচ্ছে, তার আসল যোগ্যতা হলো, খেলোয়াড়দের মানসিক অবস্থা বোঝা এবং সে অনুযায়ী পরিস্থিতি শান্ত রাখা। কোন কোচটা দায়িত্ব নেয়ার মাত্র ৬ মাসের মাথায় চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছেন?’

জিদানকে নিজেদের মধ্যে পেয়ে আপ্লুত রোনালদো। তিনি বলেন, ‘জিদান অবশ্যই অনেক বেশি কৃতিত্ব পাওয়ার দাবি রাখে এবং আমি নিজেও খুব খুশি যে তিনি আমাদের মধ্যে আছেন।’

আইএইচএস/এবিএস

আরও পড়ুন