ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অ্যালন বোর্ডার পদক পেলেন স্মিথ

প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যালন বোর্ডার পদক পেয়েছেন স্টিভেন স্মিথ। এর সাথে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতে নিয়েছেন ২৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।

বছরজুড়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি সুরূপ এই সম্মানজনক পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান এই তরুণ।  মাত্র ২৬টি টেস্ট ও ৪৯টি ওয়ানডে ম্যাচে খেলা স্টিভেন স্মিথ এরই মধ্যে নিজেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৪ সালের ২৪ জানুয়ারি থেকে শুরু করে ২০১৫ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৯টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। এ সময়ে পাঁচ সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিসহ টেস্টে করেন ১২১২ রান। অন্যদিকে দুই সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিসহ ওয়ানডেতে করেন ৫১৪ রান।

এ পদক জিততে পেরে উচ্ছ্বসিত স্মিথ বলেছেন,আমি অনেক খুশি ও সম্মানিত বোধ করছি।  আমার বিশ্বাস,প্রচণ্ড চাপের মধ্যেও আমি নিজেকে শান্ত ও ধৈর্যশীল রাখতে পারি বলেই আজ এ পদক জিততে পেরেছি। মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অ্যাওয়ার্ড নাইটে স্মিথ ছাড়াও বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার জিতেন শন অ্যাবট  আর  বর্ষসেরা টি ২০ ক্রিকেটার নির্বাচিত হন গ্ল্যান ম্যাক্সওয়েল।

উল্লেখ্য প্রতিবছর অ্যালন বোর্ডার পুরস্কার বিজয়ী ক্রিকেটারকে বেছে নেয়া হয় অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান ক্রিকেটার,আম্পায়ার ও মিডিয়াকর্মীদের ভোটের ভিত্তিতে।

এমআর/আরআইপি