ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপের জার্সি বিড়ম্বনায় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:০০ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ২৪ জানুয়ারি দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এর আগেই বুঝে পাওয়ার কথা ছিল প্রত্যেকের জন্য বরাদ্দকৃত পাঁচ সেট করে জার্সি। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, বিশ্বকাপের জন্য তৈরি এ জার্সির সবগুলো সঙ্গে করে নিয়ে যেতে পারেননি মাশরাফি-মুশফিকরা।

জার্সি বরাদ্দের দায়িত্বে থাকা জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও গোপন করেননি তার অসন্তুষ্টির কথা। এ সম্পর্কে তিনি বলেন, এবারের জার্সির মান নিয়ে ছেলেরা ভীষণ অসন্তুষ্ট। যদিও প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেক্সওয়েভ প্রত্যেকের পাঁচ সেট জার্সিই সরবরাহ করেছিল। কিন্তু প্যাকেট খোলার পর দেখা  যায় জার্সির মান ভালো নয়।

টেক্সওয়েভ প্রতিষ্ঠানটির প্রধান আশিকুর রহমান তুহিন বলেন, আসলে অল্প কিছু জার্সিতে ত্রুটি ধরা পড়েছিল। সেগুলো আমরা বুধবারের মধ্যেই ক্রিকেটারদের হাতে পৌঁছে দেব।’

সদ্য ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পাওয়া নাঈমুর রহমান দুর্জয় বলেন, ক্রিকেটাররা তাদের সঙ্গে জার্সি নিয়ে গেছে ঠিকই, কিন্তু দেখা গেছে সেগুলোর কারো মাপই ঠিক নেই। আবার কারো জার্সির কলারে সমস্যা। বিশ্বকাপের মতো আসরে খেলতে যাওয়ার আগে জার্সি নিয়ে এমন বিড়ম্বনা মোটেও প্রত্যাশিত নয়।

মাপ, রঙ ও বাজে ফ্যাব্রিকসের কারণে নিজেদের সঙ্গে মাত্র দুই সেট জার্সি রেখে বাকি জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেক্সওয়েভের কাছে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশ ছাড়ার আগে জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারই বিরক্ত ছিলেন এবারের জার্সি নিয়ে।

এমআর/এমএস