ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাজার জিয়ারত দিয়ে প্রস্তুতি শুরু

প্রকাশিত: ০৩:৪৭ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

মাজার জিয়ারতের মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রস্ততি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল মঙ্গলবার পড়ন্ত বিকালে তারা প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন।

পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল তারা সোয়া ১০টার দিকে আসেন ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) এবং সকাল ১১টার দিকে তারা হযরত শাহপরাণ(রহ.)-এর মাজার জিয়ারত করেন মামুনুল-এমিলিরা। এ সময় বাংলাদেশ দলের সঙ্গে এ সময় দলের টিম ম্যানেজমেন্ট ও সিলেট ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা ছিলেন।

বাংলাদেশ ফুটবল সিলেটকেই বেছে নিচ্ছে টার্নিং পয়েন্ট হিসেবে। দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানালেন, সিলেটের মাঠে ভালো খেলে ফিফা র্যাং কিংয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এ কারণে টুর্নামেন্টের প্রথম খেলাকে তারা গুরুত্ব দিচ্ছেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আর মাত্র একদিন বাকি। আজকের রাত পোহালেই শুরু হচ্ছে বহু কাঙ্ক্ষিত এ ফুটবল আসর। সিলেটেও রয়েছে বাড়তি উদ্দীপনা। এর কারণ,সিলেটের মাটিতে এবার প্রথম কোন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের খেলা হচ্ছে। আর খেলতে এসেছে বিদেশী দলও।

এমআর