ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়াকার ইউনুসের সেরা একাদশেও মোস্তাফিজ

প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এখনো খুব বেশি দিন হয়নি। তবে এরই মধ্যে নিজের জাত ঠিকই চিনিয়েছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। বিশ্বের সব ব্যাটসম্যানই তার বল খেলে থাকেন অতি সাবধানেই। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে এমন অস্ত্র নিয়ে হাজির হন মাঠে, যা নিয়ে আগে গবেষণা করতে হয় প্রতিপক্ষ দলকে। এবার পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াকার ইউনুসের নির্বাচিত বিশ্বসেরা একাদশে জায়গা করে নিলেন বাংলাদেশের এই বিস্ময় বালক।  

mustafijসামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া কিংবদন্তি এই পেসারের একাদশ দিয়েছেন ওয়াকার। ৪৪ বছর বয়সী ওয়াকার এটাও জানিয়েছেন, মূলত আধুনিক ওয়ানডে ক্রিকেটের কথা মাথায় রেখেই তিনি এই একাদশ গঠন করেছে।

একাদশের অধিনায়ক হিসেবে ওয়াকার রেখেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে। একাদশে ইংলিশদের আধিক্য লক্ষনীয়। আছেন তিন ইংলিশ ক্রিকেটার - জশ বাটলার, বেন স্টোকস, মঈন আলী।

এমআর/পিআর

আরও পড়ুন