ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

`এখনো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে ধোনি`

প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের শেষ বলে ধোনি আউট হয়ে গেলে ক্যারিবীয়দের কাছে মাত্র ১ রানে হারে ভারত। এর পরেই গুঞ্জন উঠে, ক্যারিয়ারের শেষ প্রান্তে ধোনি। তবে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এখনো দলের সেরা ব্যাটসম্যান বলে মনে করেন দেশটির সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী।

ধোনির পক্ষ নিয়েই সৌরভ বলেন, `ব্যাটসম্যান হিসেবে ধোনি এখনও সেরা। দলের অপরিহার্য খেলোয়াড়। ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন ধোনি। ব্যাটিং লাইন-আপে সে থাকলে, বড় রান তাড়া করতে সুবিধা হয় উপরের দিকের ব্যাটসম্যানদের। সে এখনও ম্যাচ জয়ের ক্ষমতা রাখে। শেষ দিকের ফিনিংশটা ভালো পারে ধোনি। কিন্তু ঐ ম্যাচে পারেনি। এক ম্যাচ দিয়েই সব বিবেচনা করা ঠিক নয়।`

শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই নয়, অধিনায়কত্বের কাজটাও দক্ষতার সঙ্গে ধোনি করছেন বলে মনে করেন গাঙ্গুলী। তিনি বলেন, `অধিনায়ক হিসেবে নিজের কাজটা ভালোভাবেই করছেন ধোনি। অবশ্য সাম্প্রতি কয়েকটি সিরিজে তার নেতৃত্বে দলের সাফল্য খুব বেশি নয়। কিন্তু নিজের কাজটা মন করছেন ধোনি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলাদের পরিচালনা করাটা সেই প্রমাণই দেয়। সময় মত বোলারদের ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানেই বেধে রাখে ভারত।`

এমআর/এবিএস

আরও পড়ুন