খেলতে চান মেসি বিপক্ষে কোচ
অবসর ভেঙ্গে জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়ে ইনজুরি নিয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি খেলেছেন এবং দলকে জয়ও এনে দিয়েছেন মেসি। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। তবে এই ব্যথা নিয়েই দ্বিতীয় ম্যাচে খেলতে চান আর্জেন্টিনা অধিনায়ক।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ` আমার কুঁচকিতে অনেক ব্যথা কিন্তু আমার কারণে যে ঝামেলার তৈরি হয়েছে তাতে আমি ভেনেজুয়েলার বিপক্ষেও খেলতে চাই। তবে খেলতে পারব কিনা তা আমি জানি না।`
তবে এখানে বাধ সেধেছে কোচ। মেসির চোটের অবস্থা বুঝে তাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাউসা। দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়ার পক্ষে নন তিনি।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা তাদের পরের ম্যাচটি খেলবে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৬টায়।
এমআর/এমএস