মেসি-সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তি বার্সার
আগামী গ্রীষ্মেই শেষ হয়ে যাচ্ছে বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ। বার্সেলোনা নিজেদের শক্তি ধরে রাখতে তাদের অনেকের সঙ্গেই চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। যাদের মধ্যে রয়েছেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের মত ফুটবলারও। বার্সা এই দুই ফুটবলারের চুক্তি দীর্ঘ সময়ের জন্য বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণাই দিয়ে দিলো আজ। স্পোর্টিং ডিরেক্টর আলবার্ট সোলারই এ ঘোষণা দেন।
টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে মিডিয়ার সামনে কথা বলেন আলবার্ট সোলার। সেখানেই তিনি ঘোষণা দেন, দল বদলের বাজারে বার্সেলোনার অভিযান আপাতত শেষ। এখন ঘর ঘোচানোর পালা। বিশেষ করে নিজেদের সেরা সেরা ফুটবলারদের ধরে রাখার দিকেই এখন মনযোগ স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নদের।
নতুন করে লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইভান র্যা কিটিকের সঙ্গেও। আগেই চুক্তি বাড়ানো হয়েছে নেইমার, হ্যাভিয়ের মাচেরানো, সার্জিও বুস্কেটসের। সোলার আশা প্রকাশ করছেন, খুব দ্রুতই ফুটবলারদের সঙ্গে চুক্তির বিষয়টা সম্পন্ন করে ফেলবেন।
তিনি বলেন, ‘ইতিমধ্যে ২২টি ট্রানজেকশন সম্পন্ন হয়েছে আমাদের। নেইমার, মাচেরানো, বুস্কেটসদের সঙ্গে চুক্তিনামা সম্পন্ন হয়ে গেছে। নতুন করে চুক্তির করার পরিকল্পনা রয়েছে মেসি, সুয়ারেজ এবং র্যা কিটিক। আমরা এখানেই থেমে যেতে চাই না। মেসি এবং ইনিয়েস্তা যতদিন চাইবেন ততদিনের জন্যই আমরা চুক্তি করবো। কারণ, তারা হলেন আমাদের সম্পদ।
নেইমারকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তা ছিল। তবে তার সঙ্গে ৫ বছরের নতুন করে চুক্তির বিষয়টি সম্পন্ন হয়েছে গত জুনেই। সোলার বলেন, ‘যখন কোন ফুটবলার বলেন, তিনি দলের সঙ্গে থাকতে চান, আমরা তাকে রেখে দিই কিংবা থাকার সুযোগ দিই।’
আইএইচএস/বিএ