ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তাদের কাছে খেলার চেয়ে পুনর্মিলনই বড়

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০১৬

সাবেক ক্রিকেটারদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়াল্টন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ। তবে এ টুর্নামেন্ট শুরুর আগে বৃষ্টি বাগড়া দিচ্ছে। বুধবার সারাদিনই থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হয়েছে কক্সবাজারে। তাই টুর্নামেন্ট আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। শেষ পর্যন্ত এ টুর্নামেন্ট শেষ না করা গেলেও বড় সমস্যা দেখছেন না আকরাম-দুর্জয়-পাইলটরা। কারণ খেলার চাইতে দীর্ঘদিন পর আবার এক ছাতার নিচে আসতে পেরেছেন- এটাকেই বড় করে দেখছেন তারা।

বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে আসেন অংশগ্রহণকারী দলের সকল অধিনায়করা। এ সময় জাতীয় দলের সাবেক ও কার্নভালে ইস্পাহানি চিটাগং মাস্টার্সের অধিনায়ক আকরাম খান বলেন, ‘আমাদের মূল বিষয় ছিল, আমরা যারা ১৫/২০ বছর একসাথে খেলেছি তাদের আবার একসাথে করা। আবার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা। এটাই আসলে কার্নিভাল।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের মুখেও শোনা গেলো একই কথা, ‘আমরা আবার এক সঙ্গে হচ্ছি। এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ণ। সবাই আমরা বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যস্ত। এ ধরণের অনুষ্ঠান ছাড়া আসলে একত্রিত হওয়া মুশকিল। এই ইভেন্টে আবার দেখা হচ্ছে। তবে খেলাটা অবশ্যই একটা অংশ। আশাকরি কাল বৃষ্টি হবে না।’

Carnival

বাংলাদেশ দলের অন্যতম সেরা উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে, এ টুর্নামেন্ট থেকে নতুন কোন পরামর্শ পাবেন, যা দিয়ে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে, ‘মূল কথা, আমরা সবাই এক হওয়া। এখন আমাদের অনেকে অনেক দূরে দূরে অবস্থান করে। তাই সবার সঙ্গে ওইভাবে দেখা হয় না। এখন সবার সঙ্গে দেখা হচ্ছে। তাদের থেকে দেশের ক্রিকেটকে এগিয়ে নেবার জন্য ভালো ধারণা দিতে পারবো আমরা।’

মিস্টার ফিফটি খ্যাত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘সবচেয়ে বড় কথা আমরা সবাই একসাথে হতে পারছি। এখন আমাদের মাঝে সবার সব সময় দেখাই হয় না। এ ইভেন্টের মাধ্যমে সবার সঙ্গে দেখা হচ্ছে। অবশ্যই এটা দারুণ উদ্যোগ।’

তবে এতদূর এসে না খেলে ঢাকা ফিরবেন না আকরাম-দুর্জয়রা। আগামীকাল বৃষ্টি থেমে যাবে আশা করছেন সবাই। অন্তত কার্টেল ওভারে খেলার আশা করছেন তারা। যদি শেষ পর্যন্ত তা না তহলে মজা করেই আকরাম খান জানান, ফুটবল খেলে হলেও এ টুর্নামেন্ট চালিয়ে নেবো।

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন