ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মার্চে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৮ আগস্ট ২০১৬

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের মার্চে শ্রীলংকা সফর যাবে বাংলাদেশ দল। শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।  

এ সফর নিয়ে বিসিবির সিইও বলেন,  শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের এফটিপি কমিটমেন্ট অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশ দল এ সফর করবে। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে বলেও জানানো হয়।
 
এফটিপি সূচী অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট দল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরবে। এরপর মে মাস পর্যন্ত এফটিপি সূচী অনুযায়ী তাদের কোনো সিরিজ নেই। তাই এই ফাঁকা সময়ে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় শ্রীলংকায় ক্রিকেট বোর্ড।

এমআর/এবিএস

আরও পড়ুন