‘সেরা দল ছাড়াই লড়াই করবে বাংলাদেশ’
ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ। তাই লম্বা সময়ের গ্যাপ নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর সঙ্গে যোগ হয়েছে নতুন সমস্যা। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে সেরা একাদশ পাচ্ছেনা টাইগাররা। তবে তার পরেও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই হবে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার নিজ বাস ভবনে ইংল্যান্ড সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমাদের মেজর বোলার মোস্তাফিজ নেই। তাসকিনও এখন পর্যন্ত নিশ্চিত না। এই দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। তবে আমাদের একটা ভালো দল আছে। বাংলাদেশের মানুষের সমর্থন আছে। এখানটাই লড়াই করার সক্ষমতা আছে। আমাদের সেরা দল না খেললেও ভালো লড়াই হবে।’
‘আমাদের যে দলটা আছে সেখানে ভালো মানের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, মাশরাফি, সাকিব, মুশফিক, রিয়াদ আছে। নতুনরা ফর্মে যদিও তেমন নেই। সৌম্য সরকার, সাব্বির, নাসির আছে। উদিয়মানদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত আছে। বোলিংয়ে আল-আমিন। সব মিলিয়ে বলবো উপমহাদেশে আমাদের ভালো মানের দল আছে। ’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় সমস্যা হতে পারে বলে মনে করেন পাপন। এছাড়াও দীর্ঘসময় পর খেলার কারণে খেলোয়াড়দের ফর্মও ভাবাচ্ছে তাকে।
‘ওরা সবাই খেলার মধ্যে আছে। আমাদের সমস্যা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলায় নেই। হঠাৎ করে এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে খেলা আমাদের জন্য বিরাট একটা মাইনাস পয়েন্ট। এরপর খেলায় ফর্মওতো পেতে হয়।’
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসছে ইংল্যান্ড। তবে ৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ।
আরটি/পিআর