ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসিকে নিয়ে ইতিহাস সৃষ্টি করতে চায় নিওয়েল’স ওল্ড বয়েজ

প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৩ আগস্ট ২০১৬

১৯৯৪ সালে রোজারিও ভিত্তিক ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজে নাম লেখান লিওনেল মেসি। এরপর চার বছরের মধ্যে মাত্র একটি ম্যাচ হেরেছিল ক্লাবটি। স্থানীয়ভাবে “দ্য মেশিন অফ ‘৮৭” নামে পরিচিত হয়ে উঠেছিল নিওয়েল’স। তাদেরকে এই নামে অভিহিত করার কারণ ছিল মেসির জন্ম সাল, ১৯৮৭।

১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। এ চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল ৯০০ মার্কিন ডলার। যা স্থানীয় কোনো ক্লাব বহন করতে রাজি হয়নি। বার্সেলোনা সুযোগটা কাজে লাগায়। মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয় কাতালানরা। তাই নিওয়েল’স ছেড়ে বার্সায় পাড়ি জমান মেসি। এরপর বার্সার হয়ে যা করলেন, তা তো ইতিহাসই।

এদিকে, মেসিকে নিয়ে ইতিহাস সৃষ্টি করতে চায় নিওয়েল’স ওল্ড বয়েজও। ঘরের ছেলেকে ফিরে পেতে মরিয়া তারা। অন্তত অবসর নেয়ার আগে হলেও ২৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ককে দলে চাইছে নিওয়েল’স। ক্লাবটির সহসভাপতি ক্রিশ্চিয়ান ডি’অ্যামিকো বলেন, ‘আমি এবং ক্লাবের নেতৃবৃন্দ মেসির সঙ্গে আলোচনা করছি। একটি ক্লাব হিসেবে আমরা ইতিহাস সৃষ্টি করতে পারবো, যদি আমরা বিশ্বসেরা ফুটবলারকে (মেসি) ফের নিওয়েল’সের জার্সি পরাতে পারি।’

ফোরফোরটুকে নিওয়েল’সের এই কর্তা আরো বলেন, ‘মেসিকে সেই জার্সি পরাতে আমরা মুখিয়ে রয়েছি। মনে করেন, কোলোসোতে (নিওয়েল’সের ঘরের মাঠ) একটি ম্যাচে মেসি খেলছে। তার মানে গোটা বিশ্বের চোখ থাকবে এখানে। যা সংবাদ হবে ফুটবল দুনিয়ায়। স্পন্সররা আগ্রহ দেখাবে। ক্লাবের অর্থনীতিতে পরিবর্তন আসবে। ক্লাবের ভাবমূর্তি বাড়বে।’

এনইউ/আরআইপি

আরও পড়ুন